ADV MD SAROWAR HOSSAIN LOVELO

ADVOCATE, SUPREME COURT OF BANGLADESH,MEMBER (LINCLON'S INN),LONDON, UK.

ABOUT ADV SAROWAR LOVELO

 

 

 

 

Holding Posf of various orginizations

         1.CHAIRMAN,

                   DISARI FOUNDATION BANGLADESH(REG-IV-06/2013)

         2.CHAIRMAN,

                   DISARI SAHIRTO & SANGSKRITIK SONGSOD, BANGLADESH.

         3.   CHAIRMAN, DISARI YOUTH FOUNDATION BSNGLADESH ( JUA/CHOTTO-01/SITA-01)

         4. PRESIDENT(ACTING), MANOB KORLLAN SANGSTA

               5. SECRATARY OF LAW & HUMAN RIGHTS,  SITAKUNDA SOMITTEE CHITTAGONG. 

            6. Member,  The Honourable Society of Lincolon'S Inn

         7. MEMBER, CHITTAGONG DISTRICT BAR ASSOCIATION

         8. MEMBER, CHITTAGONG TAXES BAR ASSOCIATION

         9. LEGAL ADVISOR, M/S. SAROWAR & BROTHER’S    

         10. LEGAL ADVISOR, M/S. AZAM ENGINEERING

         11. EXECUTIVE MBER-2021, CHITTAGONG DISTRICT BAR ASSOCIATION

 

 

References

Disari Youth Foundation Bangladesh
International Human Rights Commission
International Human Rights Commission Co ordinators
The daily Ain Adalatprotidin

The Daily Shangu

The Daily Bayanno

Google

Biz South Asia

VYmaps

Adderssschool.com

sarowar.n.nu

 

দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান এর সংক্ষিপ্ত পরিচিতি

দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যন জনাব লায়ন এড. মোঃ সরোয়ার হোসাইন লাভলু বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বন্দর নগরী চট্টগ্রামের প্রবেশদ্বার সীতাকুণ্ড উপজেলার সীতাকুণ্ড পৌরসভার ৭ নং ওয়ার্ড আমিরাবাদ গ্রামে ০১ জানুয়ারী ১৯৮৫ ইং তারিখে সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। উনার পিতা জনাব আলহাজ্ব মোঃ আবুল হাসেম( আব্দুল হাকিম) ও মাতা জনাবা আলহাজ্ব মোছাম্মৎ হাছিনা বানু। ৬ ভাই-বোনের মধ্যে তিনি ৪র্থ।

তিনি শিক্ষা জীবনে আন্তজার্তিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে আইন বিষয়ে স্নাতক(সম্মান) [LL.B(HON'S) ] ও স্নাতকোত্তর[LL.M], বাংলাদেশ ইনিষ্টিটিউট অব ম্যানেজমেন্ট থেকে মানব সম্পদ ব্যবস্থাপনার উপর পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা (পিজিডিএইচআরএম)[PGDHRM], প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি ডিপ্লোমা [PGDJ] অধ্যায়নরত এবং লন্ডন বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েট এন্টি রোট-এ তে আইন বিষয়ে লেখাপড়া করেন।

ছাত্রজীবন থেকে নানা সামাজিক কর্মকান্ডের মধ্য দিয়ে সরোয়ার লাভলুর বেড়ে ওঠা। সামাজিক দায়বদ্ধতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার ব্রত নিয়ে পড়াশুনাও করেছেন আইনপেশায়। লক্ষ্য অর্জনে এগিয়েও গেছেন বহুদুর।

পেশাগত জীবনে বাংলাদেশ বার কাউন্সিল এর অধীন আইনজীবী হিসেবে সনদ লাভ করে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিতে আইন পেশা শুরু করেন। এরই মধ্যে চট্টগ্রাম কর আইনজীবী সমিতি আজীবন সদস্য হন, ঢাকা কর আইনজীবী সমিতি সদস্য সহ লন্ডনের লিংক্লনস ইন্ বারের সদস্য পদ বাংলাদেশ সুপ্রীম বারের মেম্বারশীফ লাভ করে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী হিসেবে কর্মরত আছেন। তিনি আমেরিকান বার অ্যাসোসিয়শন এবং ইন্টারন্যাশনাল বার এসোসিয়েশনের সদস্য।

তিনি গরীব, অসহায় ও নিযার্তিতদের পক্ষে বিনা পারিশ্রমিকে লড়েছেন অসংখ্যবার।

বিশেষ করে সীতাকুণ্ডের মাটি ও মানুষের পক্ষে থেমে নেই তার নিরন্তর পথচলা।

২০১৩ ইং থেকে দিশারী ফাউন্ডেশন বাংলাদেশ ও দিশারী সাহিত্য সাংস্কৃতিক সংসদের চেয়ারম্যন হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করে আসছেন।

পর পর দুই মেয়াদে পালন করছেন সীতাকুণ্ডবাসীর প্রাণপ্রিয় সংগঠন সীাতকুণ্ড সমিতি চট্টগ্রাম এর আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসাবে। লায়ন্স ক্লাব অব চিটাগং এ্যাঞ্জেল এর চার্টার প্রেসিডেন্টের দায়িত্বে করেছেন, বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল এর জোন চেয়ারপারসন হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করে আসছেন এবং চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন আমরা চাটগাঁবাসীর বোর্ড অব ট্রাষ্ট্রী ও কেন্দ্রীয় যগ্ন সাধারণ সম্পাদকের দায়িত্বেও আছেন।

এছাড়াও তিনি আন্তর্জাতিক মানবাধিকার কমিশন এর জোনাল কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

তিনি সোনালী ব্যাংক লিমিটেডে এর প্যানেল আইনজীবী হিসেবেও বর্তমানে কর্মরত আছেন।

সামাজিক কর্মকান্ডের পাশাপাশি ন্যায় বিচার প্রতিষ্ঠায় সত্য ও সুন্দরের দ্যুতি ছড়িয়ে দিতে তিনি প্রকাশ করেছেন চট্টগ্রামের আদালত পাড়ার একমাত্র আইন বিষয়ক অনলাইন নিউজ পোর্টাল আইনআদালত প্রতিদিন। একই সাথে তিনি জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিনের আদালত প্রতিনিধি, জিবাংলা আইপি টিভির পরিচালক (আইন ও মানব কল্যাণ), সাপ্তাহিক সীতাকুণ্ড,নব  আলো২৪, জেএএসটিভি , দৈনিক আমাদের নতুন সময় এর আইন উপদেষ্টা হিসেবেও কাজ করছেন।

দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান লায়ন অ্যাডভোকেট সারোয়ার হোসেন লাভলু এর সংক্ষিপ্ত পরিচিতি:

#নামঃ লায়ন এড মোঃ সরোয়ার হোসাইন (লাভলুু)
#জন্ম তারিখঃ ১২ ই ডিসেম্বর
#জন্মস্থান : সীতাকুণ্ড, চট্টগ্রাম
#বর্তমান নিবাসঃ আকবরশাহ, চট্টগ্রাম।
#পেশাঃ এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট ,ঢাকা।
#শিক্ষাগত_যোগ্যতাঃ
#এসএসসিঃ হামিদ উল্লাহ হাট উচ্চ বিদ্যালয়, সীতাকুন্ড চট্টগ্রাম

#এইচএসসিঃ সীতাকুন্ড ডিগ্রী কলেজ ,চট্টগ্রাম
#ট্রেড_কোর্স_ইন_ইলেকট্রনিক্স: বাংলাদেশ আন এমপ্লয়েড ইউথ ট্রেনিং সেন্টার, হাজী ক্যাম্প, চট্টগ্রাম ।
#স্নাতক: এল এল. বি (সম্মান), আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম।
#স্নাতকোত্তরঃ এল এল. এম (আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম),
#পোস্ট_গ্রাজুয়েট_ডিপ্লোমা_ইন_হিউম্যান_রিসোর্স_ম্যানেজমেন্ট, বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট, ঢাকা।
#এল_এল_বি গ্যাজুয়েট এন্টি রোট এ, ইউনিভার্সিটি অফ লন্ডন, যুক্তরাজ্য।#পোস্ট_গ্রাজুয়েট_ডিপ্লোমা_ইন_জার্নালিজম, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ, ঢাকা।

#বৈবাহিক_অবস্থাঃ বিবাহিত
#রক্তের_গ্রুপঃ ও পজিটিভ
#শখঃ সামাজিক কাজ, বই পড়া, শিকার করা, অনলাইন ভিত্তিক জ্ঞান অর্জনের চেষ্টা।

#সামাজিক_সংগঠন:
১) চেয়ারম্যান, দিশারী ফাউন্ডেশন বাংলাদেশ,

২) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ,

৩) প্রতিষ্ঠাতা সভাপতি, লায়ন্স ক্লাব অব চিটাগাং এ্যাঞ্জেল।

৪) চেয়ারম্যান, দুরন্ত-পথিক আদর্শ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড

৫) আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক, সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম

৬) আইন বিষয়ক সম্পাদক, বাংলাদেশ লেবার ফেডারেশন, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কমিটি, চট্টগ্রাম-সিলেট।

৭) বোর্ড অফ ট্রাস্টি ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, আমরা চাটগাঁবাসী

৮) আইন বিষয়ক সম্পাদক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ, কেন্দ্রীয় কমিটি।

৯) জোনাল কো-অর্ডিনেটর, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন, চীজ- রিপাবলিক, বাংলাদেশ রিজিওন।

১০) কার্যনির্বাহী সদস্য, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি।

১১) জোন চেয়ারপারসন, লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫, বি-৪, বাংলাদেশ।

১২) সদস্য সচিব, সম্মিলিত সামাজিক সংগঠন মৈত্রী পরিষদ।

#সদস্য_পদ:
১) সদস্য, দ্যা অনারেবল সোসাইটি অফ দ্যা লিঙ্কনস ইন , লন্ডন, যুক্তরাজ্য
২) সদস্য, ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন, লন্ডন, যুক্তরাজ্য
৩) সদস্য ,আমেরিকান বার অ্যাসোসিয়েশন, ইউ এস এ
৪) সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন, ঢাকা
৫) সদস্য ,চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি ,চট্টগ্রাম
৬) আজীবন সদস্য , চট্টগ্রাম কর আইনজীবী সমিতি, চট্টগ্রাম।
৭) সদস্য, ঢাকা কর আইনজীবী সমিতি ,ঢাকা।
৮) সদস্য, আমেরিকান অ্যালায়েন্স ফর সাউথ এশিয়ান লেবার (আসাল), বাংলাদেশ চ্যাপ্টার

এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলুর ব্যক্তিগত ওয়েবসাইটে আপনাকে সুস্বাগতম।

Facebook

My Newsletter

Links

এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু

দৈনিক আইন-আদালত প্রতিদিন

দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ

This website was built using N.nu - try it yourself for free.(info & kontakt)